খালেদ হোসাইনের কবিতাঃ “একটি রূপকথা”
“একটি রূপকথা”
>খালেদ হোসাইন
আমি তোমাকে ভালোবেসে মাথায় তুলেছিলাম
তুমি আমাকে ভালোবেসে বুকে তুলে নিলে।
আমি তোমাকে ভালোবেসে আহবান করেছিলাম সমুদ্রের তীরে।
তুমি আমাকে ভালোবেসে ডেকে নিলে পাহাড়ের চূড়ায়।
আমি তোমাকে ভালোবেসে ডেকেছিলাম বসমেত্মর কুঞ্জে
তুমি আমাকে ভালোবেসে বহুযুগের ওপার থেকে আসা
আষাঢ়ের হৃৎপি– গেঁথে রাখলে।
দুই সমুদ্র থেকে আসা দুটি মেঘের দেখা হলো
মাটি থেকে সামান্য ওপরে আর আকাশ থেকে
অনেক দূরে। আকাশ হাত বাড়িয়ে দিয়েছিলো
তবু বৃষ্টি ঝরে পড়লো মৃত্তিকায়।
আবার তাদের দেখা হতে পারে,
সমুদ্র ও পাহাড় যেখানে কাছাকাছি থাকে।
দূর থেকে তাদের মধ্যে কথাবার্তা হলে, তারা জানবে-
একটি মেঘের গর্ভে দ্বিতীয় সমত্মান, অন্যটির বুকে বজ্র।
তারপর গোঁয়ার বাতাস এসে তাদের দুজনকে ঠেলে দেবে
দুই দিকে-
একজনের বুকভরা জল, অন্যটির বুকে অগ্নি।
আমি তোমাকে ভালোবেসে আর তুমি আমাকে ভালোবেসে
একটি রূপকথার জন্ম দিলাম।