বেড রুমে নিরাপত্তার দায়িত্ব সরকারের নয়- এরকম বক্তব্য তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতে পারেন নাঃ ফারুক

বেড রুমে নিরাপত্তার দায়িত্ব সরকারের নয়- এরকম বক্তব্য তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতে পারেন নাঃ ফারুক

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বেড রুমের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকারের নয়। আলামত নষ্ট করে ফেলা হয়েছে। এসব কথা-বার্তা থেকে মনে হচ্ছে- সাগর-রুনী হত্যাকাণ্ড সরকার ধামাচাপা দিচ্ছে। শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন।  তিনি বলেন, সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারলে এবং দেশের সীমানা রক্ষা করতে ব্যর্থ হলে তাদের ক্ষমতায় থাকার দরকার নেই। ফারুক বলেন, বেড রুমে নিরাপত্তার দায়িত্ব সরকারের নয়- এরকম বক্তব্য তো বাংলাদেশের প্রধানমন্ত্রী দিতে পারেন না। তিনি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন, দেশের ১৬ কোটি মানুষের নিরাপত্তা দেবেন, দেশের সীমান্ত রক্ষা করবেন। যারা জনগণের নিরাপত্তা দিতে প্রকাশ্যে অপারগতা প্রকাশ করছে, তাদের ক্ষমতায় থাকার অধিকার নেই। সরকারকে বলবো- অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীন নির্র্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দিন, যোগ করেন বিএনপির প্রচার সম্পাদক ফারুক।

অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রুহুল আলম চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির সভাপতি খন্দকার গোলাম মূর্তজা এ সময় বক্তব্য দেন।

নিজস্ব প্রতিনিধি

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।