সিরিয়ায় সেনা অভিযানঃ নিহত শতাধিক
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অনুগত সেনাবাহিনীর অভিযানে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে ১০৩ ব্যক্তি নিহত হয়েছে। লোকাল কো-অর্ডিনেশন কমিটির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হোমস ও হামা, অ্যালেপ্পো, হাসাকাসহ বিভিন্ন স্থানে এ প্রাণহানির ঘটনা ঘটে। ১৪ শিশু ও নারীসহ নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক লোক। এদিকে, সিরিয়া সংকটের একটি কূটনৈতিক সমাধানের আশায় গতকাল শুক্রবার তিউনিসিয়ার রাজধানী তিউনিসে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও আরব লিগের দেশগুলোর প্রতিনিধিরা।