পিলখানা হত্যাকাণ্ডের তিন বছর।। আজকের দিনটিকে জাতীয় শোক ঘোষণা করা হোকঃ এরশাদ
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় পিলখানায় নিহতদের আজ শনিবার স্মরণ করা হচ্ছে। বনানীর সামরিক কবরস্থানে সকালে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন, প্রধানমন্ত্রীর পক্ষে সহকারী সামরিক সচিব লে. কর্নেল মনির, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তিন বাহিনীর প্রধান ও বিজিবির মহাপরিচালক নিহতদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ প্রমুখ।
পরে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁদের আত্মার শান্তি কামনা করে করা হয় দোয়া ও মোনাজাত। নিহতদের পরিবারের সদস্যরাও অশ্রুসিক্ত নয়নে শ্রদ্ধা জানাতে আসেন।
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রধান এইচ এম এরশাদ ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের বলেন, আজকের দিনটিকে জাতীয় শোক ঘোষণা করা হোক। তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উন্মোচনের দাবি জানান।