পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কোনাইল
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ দায়িত্ব নেয়ার মাত্র চার মাসের মাথায় পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী গ্যারি কোনাইল। দেশটির প্রেসিডেন্ট মাইকেল জোসেফ মার্টলি গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণের কথা জানিয়েছেন। সিনেটে অনুমোদন পাওয়ার পর গত বছর অক্টোবরে হাইতির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাঁর পদত্যাগের কারণ স্পষ্ট নয়। জাতিসংঘের সাবেক উন্নয়ন বিশেষজ্ঞ কোনাইল সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের চিফ অব স্টাফ ছিলেন। এ ছাড়া হাইতিতে জাতিসংঘের বিশেষ দূত হিসেবেও নিয়োজিত ছিলেন।
২০১০ সালের জানুয়ারিতে ভূমিকম্পে রাজধানী পোর্ট অব প্রিন্সে ব্যাপক ধ্বংসযজ্ঞ সাধিত হয়। কোনাইলের পদত্যাগের কারণে দেশটির পুনর্গঠন কার্যক্রমে ভাটা পড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
জাতিসংঘের মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেন, ‘কোনাইল এমন একটি সময়ে পদত্যাগ করলেন যখন দেশটির জনগণ হাইতির আর্থ-সামাজিক ও আইনি প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের কাজ শুরু করেছিল।’ তিনি আরও বলেন, দেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার জোর আহ্বান জানিয়েছেন বান কি মুন।
সূত্রঃ বিবিসি অনলাইন।