কেন্দ্রীয় শহীদ মিনার-সংলগ্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ কেন্দ্রীয় শহীদ মিনারের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করেছে ঢাকা জেলা প্রশাসন। আজ সকাল সাড়ে ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু হয়।
গত বৃহস্পতিবার ৪৮ ঘণ্টার মধ্যে শহীদ মিনারের আশপাশে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনাগুলো উচ্ছেদের নির্দেশ দেন আদালত। সে অনুযায়ী দুই দিন ধরে জরিপ চালানোর পর আজ সকাল থেকে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।
ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আল আমীন বলেন, অবৈধ স্থাপনা হিসেবে শহীদ মিনারের পাশে ছোট একটি মসজিদ-মাজারকে ঘিরে গড়ে ওঠা ছোটখাটো ২০টির মতো স্থাপনা ভাঙা হচ্ছে। তবে মসজিদের ব্যাপারে আদালতের সুস্পষ্ট কোনো নির্দেশনা না থাকায় ও ধর্মীয় অনুভূতি জড়িত থাকায় আপাতত তাতে হাত দেয়া হচ্ছে না। এদিকে, মসজিদ কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে মসজিদ অন্যত্র সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে। তা না হলে বিষয়টি আদালতে উত্থাপন করা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।