আমরা তৃতীয় শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াবঃ এরশাদ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24ডট কমঃ দেশের বর্তমান অবস্থাকে ‘আপদ’ বলে অভিহিত করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলের নেতা-কর্মীদের তিনি বলেন, ‘এই আপদ থেকে এক দিন মুক্তি পাব। আমরা তৃতীয় শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াব।’
আজ শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে দলের সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়ের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘রক্ত কথা বলে’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এরশাদ এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের হাতে শ্লীলতাহানির শিকার এক নারীর ঔরসজাত অবৈধ সন্তানকে ঘিরে উপন্যাসটি রচিত, যিনি প্রেমিকের অনুরোধে অবৈধ সন্তানকে হত্যা করে ঘর বাঁধতে রাজি হননি। কিন্তু পরিণত বয়সে সেই সন্তান মাদক, সন্ত্রাসসহ দেশদ্রোহী তত্পরতায় লিপ্ত হয়। উপন্যাসের তিনটি চরিত্রের উল্লেখ করে এরশাদ বলেন, এত আত্মত্যাগ, স্বার্থত্যাগ, প্রেম বিসর্জনের পর অর্জিত স্বাধীনতা আমাদের কী দিল? আজ দেশের অর্থনীতি জর্জরিত, আমরা সন্ত্রাসের কাছে পরাজিত। স্বাধীনতার পর কী পেলাম, এটা এখন বিরাট প্রশ্ন। এরশাদ দলের নেতা-কর্মীদের উদ্দেশ করে বলেন, ‘হতাশাকে মনের মধ্যে স্থান দেবে না। সবকিছু শেষ হয়ে যায়নি। আমরা তৃতীয় শক্তি হিসেবে মাথা তুলে দাঁড়াব।’
এরশাদ রাজনীতিকদের প্রতিহিংসামূলক আচরণের সমালোচনা করে বলেন, ‘এখন রাজনীতিকদের মানুষ সম্মান করতে চান না। রাজনীতিকেরা ডিসিকে মারছেন, কলেজের প্রিন্সিপালকে পেটাচ্ছেন। আমরা একসঙ্গে বসে চা খেতে পারি না, সামাজিক অনুষ্ঠানে যেতে পারি না। এই সংস্কৃতির পরিবর্তন না হলে দেশে সুখ-শান্তি আসবে না।’
কবি ফজল শাহাব উদ্দিন বইটির মোড়ক উন্মোচন করেন। তিনি এরশাদকে উদ্দেশ করে বলেন, ‘আমি এরশাদকে বন্ধু বলব না। এরশাদ সাহেব আমাকে বন্ধু বললে আমি কৃতজ্ঞ হই।’ বইয়ের ওপর আলোচনা করেন জাপার জ্যেষ্ঠ সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর আহমেদ, বিটিভির সাবেক মহাব্যবস্থাপক আলী ইমাম, লেখক সুনীল শুভ রায়, প্রকাশক আলমগীর সিকদার। এ সময় জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।