পাকস্থলীতের সমস্যার জন্য নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার সরকার জানায়, দীর্ঘদিন ধরে পাকস্থলীতের সমস্যায় ভোগায় শনিবার আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) এর সাবেক এ নেতাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকা ও বিশ্বের সব মানুষের ভালবাসা ও শুভকামনা তার সঙ্গে রয়েছে।
সম্প্রতি ৯৩ বছর বয়সী ম্যান্ডেলার শারীরিক অবস্থার বেশ অবনতি হয়। আট বছর আগে সামাজিক ও রাজনৈতিক জীবন থেকে অবসর নেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের জীবন্ত এ কিংবদন্তী। শেষবার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের সমাপণী অনুষ্ঠানে জনসম্মুখে হাজির হন তিনি।