কবিতাঃ “সোনা মুথ”।। লিখেছেনঃ জেবুননেসা হেলেন
–জেবুননেসা হেলেন
সোনামুখখানি মনায়নায় ।
মানিকমিয়া এভিনিউ
হয়ে হাটতে হাটতে
মনে পড়লো
সেই সোনামুখ !
ঐতো দ্বীপের মত
তল্লাবাগে
বানে ভাসা দু’একটি বাড়ি !
কোনো কোনো দিন জল কাদা মেখে
খেলায় মেতেছি ।
কারও কারও নষ্টালজিয়া নেই,
আমার বেশি বেশি !
স্মৃতি হাতরাতে
বেশ এক দুপুর গড়ানো
বিকেলে গিয়েছিলাম
রাজেন্দ্রপুর,
শৈশবের বনবিভাগের কোয়াটারে ।
রেললাইন পার হতেগিয়ে,
বার বার ইচ্ছে করে যাই
ঐ পথে…
যেখানে তোমার
সাদা কাপড়ে ঢাকা দেহ
ঠেলায় এসে থেমেছিলো ,
এই নাখালপাড়ায় !
মনেপড়ে ঐ মুখখানি ।
সোহাগ ভরা ছল ছল
নয়নে
দু’টি শিশুকে খাওয়ানোর
দৃশ্য…রাজশাহীর সেই
টিনের কুটিরে …
তুমি আমার পৃথিবী !
এরপর আরও মনের কোনে
ভেসে ওঠে,
ক্ষুদে হাত ধরে
দৌড়ে ছেুটেছো
যশোহরের কোনো এক গায়ে,
কোলেও ছোট্ট এক শিশু ,
সেই সে একাত্তরে ।
কতকল জানো, কতকাল
দেখি না
তোমার ঝলমলে সোনামুখ !
তুমি কতকাল ছবি
হয়ে গেছো মা !