১৬১ কোটি ৯৩ লাখ টাকার চিনি আমদানি করা হচ্ছে
সুমন্ত রায়,এসবিডি নিউজ24 ডট কমঃ দুই দফায় ৫০ হাজার টনের অনুমোদনের পর বাজার দরের চেয়েও বেশি দামে আবারও ২৫ হাজার টন চিনি আমদানির দর প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ রোববার সচিবালয়ে মন্ত্রিপরিষদ কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের জানান, ২৫ হাজার টন চিনি আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। প্রতি টন চিনি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৬৫৫ দশমিক ৯৫ মার্কিন ডলার। মোট ব্যয় হবে ১৬১ কোটি ৯৩ লাখ টাকা। কাজ পেয়েছে সিঙ্গাপুরের এগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেডের স্থানীয় প্রতিনিধি গ্লোব পিউ ইম্পোর্ট এক্সপোর্ট লিমিটেড। দুই সপ্তাহ আগে অনুমোদন দেয়া ২৫ হাজার টনের কাজও পেয়েছিল এ প্রতিষ্ঠানটি। ৬৫৭ দশমিক ৯৫ ডলার দর অনুযায়ী সরকারকে ওই ২৫ হাজার টনে ১৪ কোটি টাকা ভর্তুকি গুনতে হবে। এবারের ২৫ হাজার টনেও প্রায় একই পরিমাণ ভর্তুকি গুনতে হবে বলে জানা গেছে।
সূত্র জানায়, ক্রয় কমিটিতে চারটি দর প্রস্তাব অনুমোদনের জন্য উপস্থাপিত হলেও চিনি ছাড়া আর একটিও অনুমোদিত হয়নি। স্যাটেলাইট উৎক্ষেপণ কার্যক্রমে সহায়তার জন্য বৈদেশিক পরামর্শক নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়নি টেলিযোগাযোগমন্ত্রী অনুপস্থিত থাকায়। নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন ড্রেজার ক্রয়ের দরপত্রটি পুনর্মূল্যায়নের জন্য ফেরত পাঠানো হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য দুটি বিমান কেনার অর্থায়নের জন্য ৩২ কোটি ৭০ লাখ ডলার ঋণ গ্রহণ প্রস্তাবটিও অনুমোদিত হয়নি।