১২ মার্চ বর্তমান প্রেক্ষাপটের টার্নিং পয়েন্ট হবেঃ খন্দকার মোশাররফ
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নির্দলীয় নিরপেক্ষ সরকারের প্রস্তাব সংসদে উপস্থাপন করা নিরর্থক হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ সোমবার ‘৭৩-এর নির্বাচনে কারচুপি, গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। জাতীয়তাবাদী গবেষণা নামের একটি সংগঠন ওই সভার আয়োজন করে। খন্দকার মোশাররফ বলেন, সংসদে বিএনপি যদি তত্ত্বাবধায়ক সরকারের প্রস্তাব বা বিল উত্থাপন করে, বিএনপির দলীয় সাংসদ অনেক কম হওয়ায় তা পাস হবে না। এ সরকার চাইলেই তা পাস হবে। তাই এ ঘোষণা সরকারকেই দিতে হবে। তিনি বলেন, এ ঘোষণা দেয়ার পর সরকারের রূপরেখা কী হবে, তা নিয়ে আলোচনা হতে পারে। তিনি বলেন, এখন যদি আওয়ামী লীগ আলোচনার ব্যাপারে এগিয়ে না আসে, তাহলে তার সব দায়দায়িত্ব এ সরকারকেই নিতে হবে।
১২ মার্চ বর্তমান প্রেক্ষাপটের টার্নিং পয়েন্ট হবে উল্লেখ করে মশাররফ বলেন, পাল্টা কর্মসূচি দিলে তা হবে রাজনীতিকে সংঘাতের দিকে ঠেলে দেয়া। এটি করা হলে তার দায়ও আওয়ামী লীগকে নিতে হবে। বর্তমান সরকার জননিরাপত্তা দিতে ব্যর্থ উল্লেখ করে বিএনপির এ নেতা সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘ফেস বুক, ব্লগে হাজার হাজার মানুষ প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চেয়ে গণভবনে থাকার আবেদন করছেন।’