সাযযাদ কাদিরের বই
এবারের অমর একুশে গ্রন্থমেলায় কবি ও বহুমাত্রিক লেখক সাযযাদ কাদিরের নতুন বই এসেছে ছয়টি। দিব্য প্রকাশ (স্টল ২৮৭-৮-৯) এনেছে তাঁর একাদশ কাব্যগ্রন্থ ‘বৃষ্টিবিলীন’। এছাড়া সাযযাদ কাদিরের ১৯৭৭ সালে অনূদিত এরিক সিগাল-এর সাড়াজাগানো উপন্যাস ‘লাভ স্টোরি’র আদ্যন্ত পরিমার্জিত সংস্করণ প্রকাশ করেছে দিব্যপ্রকাশ।
এবারের মেলার বিশেষ আকর্ষণ ১৫১ খন্ডের রবীন্দ্র স্মারক গ্রন্থমালার দু’টি লিখেছেন সাযযাদ কাদির – ‘রবীন্দ্রনাথ : শান্তিনিকেতন’ ও ‘রবীন্দ্রনাথ : মানুষটি’। প্রকাশক: মূর্ধন্য প্রকাশনী (স্টল ২৬৬)।
নানারকম চমকপ্রদ বিষয়ে লেখার সঙ্কলন ‘নারীঘটিত’ প্রকাশ করেছে অগ্রদূত (স্টল ৬২৭)। সাযযাদ কাদিরের আলোচিত উপন্যাস ‘খেই’ও প্রকাশ করেছে অগ্রদূত।