৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশঃ প্রথমবারের মতো অনলাইনে আবেদন
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ বুধবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার প্রথমবারের মতো অনলাইনে আবেদন করতে হবে। জানা গেছে, এই বিসিএসের মাধ্যমে চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগ দেয়া হবে। ৮ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে। এবার বিসিএস (প্রশাসন) ক্যাডারে ৩০০ জন ও পুলিশে ৮৯ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৫৮২ জনকে নিয়োগ দেয়া হবে। কারিগরি ক্যাডারের মধ্যে দুই হাজার ৫৭২ জন চিকিত্সকসহ মোট দুই হাজার ৯০৫ জনকে নিয়োগ দেয়া হবে। শিক্ষক হিসেবে নেয়া হবে ৭১৯ জনকে।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন জানান, চার হাজার ২০৬টি শূন্য পদে নিয়োগের জন্য ৩৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।