বগুড়ার গাবতলীর বাগবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ড
চপল সাহা, বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার গাবতলী বাগবাড়ী বন্দরে লন্ডির দোকান থেকে অগ্নিকান্ডে একটি গ্যারেজে আগুনধরে সিএনজি অটোরিক্সা,মটর সাইকেল,মিনিট্রাক,ঔষধের দোকানসহ বেশ কয়েকটি দোকান ভস্মিভুত হয়ে প্রায় কোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হয়েছে। সর্বস্ব হারিয়ে আনেকে পথে বসিয়েছে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার ভোরে।
বাগবাড়ী বন্দরে অবস্থিত চাঁন মিয়ার গ্যারেজের ভেতর লন্ডির দোকানে কাপড় আয়রন শেষ না হতেই বিদ্যুৎ চলে যায়। দোকান মালিক মনেরভুলে আয়রনের সংযোগ বিচ্ছিন্ন না করেই রাতে গ্যারেজ বন্ধকরে বাড়ীতে যায়। রাতের কোন এক সময়ে বিদ্যৎ চলে আসলে সংযোগকৃত কাপড়ের উপর রক্ষিত আয়রন অতিরিক্ত তাপ পাওয়ার কারনে আগুন ধরে যায়। গ্যারেজে রক্ষিত ৭ টি সিএনজি অটোরিক্সা যার মুল্য ২৮ লাখ,নশিপুর এলাকার এনামুল হকের ১টি সহ ২টি মটর সাইকেল যার মুল্য ৩ লাখ,টাটামিনি ট্রাক ১টি ৮ লাখ,কলেজ শিক্ষক তসলিম উদ্দীনের হোমিও দোকান ৩ লাখ,ফারুকের মনোহরী দোকনে ৪লাখ, আতাউরের সিমেন্টের দোকানে ৩ লাখ,বকুলের টেইলার্সের ২লাখ টাকাসহ ৫টি দোকান সম্পুর্ন ভাস্মিভুত হয়ে প্রায় ১ কোটি টাকার সম্পদ ক্ষতিসাধন হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনার স্থলে পৌঁছার পুর্বেই স্থানিয় লোকজন আগুন নিভিয়ে ফেলে তবে কেউ হতাহত হয়নি। এব্যাপারে বাগবাড়ী বন্দর দোকান মালিক বনিক সমিতির সভাপতি জেলা বিএনপির সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার রোকন তালুকদার জানান অগ্নি কান্ডের ফলে অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছে।