কালকেই এ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, সে রকম কোনো চিন্তা আমাদের মধ্যে নেইঃ খোকা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকা বলেছেন, আমরা বিশ্বাস করি ১২ মার্চের মহাসমাবেশ হবে স্মরণকালের সব চেয়ে বড় মহসমাবেশ। সারাদেশ থেকে ওই দিন বিএনপির নেতা-কর্মী, সমর্থক, জোটের শরিক, সমমনাদের ঐতিহাসিক সমাবেশ ঘটবে। ২ মার্চ দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা। তিনি বলেছেন, বঙ্গভবন দখল বা নাখালপাড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কালকেই খালেদা জিয়াকে বসিয়ে দেয়ার জন্য আমরা মহাসমাবেশ করছি না। আমাদের মহাসমাবেশ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে নতুন প্রজন্মের ভোটাধিকার রক্ষা করা।’
খোকা আরো বলেন, এখনো আমরা আনুষ্ঠানিক অনুমতি পাইনি-এটিই বড় বাধা। বাইরে থেকে আসা নেতাকর্মীদের জন্য কমিউনিটি সেন্টার ভাড়া পাচ্ছি না-এটিও একটি বড় বাধা। সুতরাং সরকার শুরু থেকেই নিয়মিত বাধা দিয়ে আসছে।’
খোকা বলেন, কালকেই এ সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে ক্ষমতায় বসাবো, সে রকম কোনো চিন্তা আমাদের মধ্যে নেই। আমরা চাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে জনগণ আমাদের দায়িত্ব দিলে আমরা দেশ চালাবো।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাসার, শামসুল হুদা, আব্দুল মজিদ, আনোয়ার হোসেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীব-উন-নবী-খান সোহেল, ছাত্র দলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম প্রমুখ।