চলতি বছরের শেষদিকে বাজারে আসছে কাঠের তৈরী স্মার্টফোন ‘অ্যাডজিরো’
রুপম হায়দার,এসবিডি নিউজ24 ডট কমঃ কাঠের অনেক রকম ব্যবহার রয়েছে। এবার প্রযুক্তি ক্ষেত্রে কাঠের ভিন্নরকম ব্যবহার শুরু হল। যুক্তরাজ্যের কিরন-স্কট উডহাউস নামে এক শিক্ষার্থী কাঠ ব্যবহার করে স্মার্টফোন তৈরি করেছেন। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্টফোনের নাম ‘অ্যাডজিরো’। লন্ডনের মিডলসেক্স ইউনিভার্সিটির প্রোডাক্ট অ্যান্ড ডিজাইন বিভাগের শিক্ষার্থী উডহাউসের অ্যাড ইলেকট্রনিকস নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন। এ প্রতিষ্ঠান থেকেই কাঠ ব্যবহার করে তৈরি করছেন দারুণ ডিজাইনের সব স্মার্টফোন। এ প্রসঙ্গে উডহাউস জানিয়েছেন মানুষ ভিন্ন কিছু চায়। বর্তমানে বাজার পরিবর্তনের ধারা দেখে মনে হয় সেখানে ভিন্নতা বলে কিছু নেই। তাই বিকল্প কিছু তৈরি করার ভেবে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে প্রযুক্তি উদ্যোক্তার খোঁজ করছিলেন। চীনা প্রযুক্তি উদ্যোক্তা জেরি লো অ্যাডজিরো প্রকল্পে বিনিয়োগ করেছেন।
অ্যাডজিরো স্মার্টফোনটিতে রয়েছে ‘অ্যাডওস’ নামে নতুন ইন্টারফেস ও রিং ফ্ল্যাশ প্রযুক্তি। রিং ফ্ল্যাশ প্রযুক্তিতে লেন্সের চারপাশে ফ্ল্যাশ থাকায় ছবিতে ছায়ার ভাগ থাকে কম। উডহাউস বলেন, মজবুত এ স্মার্টফোনটি অ্যাপলের আইফোনের চেয়েও হালকা। উল্লেখ্য, উডহাউসের তৈরি প্রটোটাইপ স্মার্টফোনটি তৈরিতে বাঁশ ব্যবহার করা হয়েছে। পরিবেশবান্ধব এ স্মার্টফোনটি চলতি বছরের শেষদিকে বাজারে আসতে পারে।