রাজধানীতে সন্ত্রাসীর গুলিতে ডিবি পুলিশ গুরুতর আহত
সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ 24 ডট কমঃ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন এলাকায় টেলিকম ভবনের সামনে শুক্রবার দুপুরে সন্ত্রাসীর গুলিতে ডিবি কনস্টেবল লুৎফর রহমান (৩২) গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে ভর্তি করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত নাজমুল (২২) নামে এক সন্ত্রাসীকে ১৩ রাউন্ড গুলি ও একটি বিদেশি রিভলভারসহ গ্রেফতার করেছে পুলিশ। পল্টন থানার পুলিশ জানায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ বিভাগের কনস্টেবল লুৎফর মোটরসাইকেলযোগে রাজারবাগ টেলিকম সেন্টারের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় লোকজন এক ছিনতাইকারীকে ধাওয়া করে নিয়ে আসছিল। কনস্টেবল লুৎফর রহমান ওই যুবককে সামনে থেকে বাধা দেওয়ার চেষ্টা করলে সে গুলি করে। এতে লুৎফরের ঘাড়ে একটি গুলি বিদ্ধ হয়। আহত লুৎফর রহমানকে উদ্ধারের পর এসআই আব্দুর রহিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়। পরে তাকে সিএমএইচে স্থানান্তর করা হয়। স্থানীয় লোকজনের সহায়তায় সন্ত্রাসী নাজমুলকে আটক করা হয়। তার কাছ থেকে ৮ রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি রিভলভার ও তার ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। লুৎফরের সহকর্মী মো. আলম মিয়া জানান, তার গ্রামের বাড়ি জামালপুরে। তার পিতার নাম ফজলুর রহমান। তিনি মাদারটেকের চৌরাস্তার নতুন পাড়ায় থাকেন। ২০০০ সালে তিনি চাকরিতে যোগদান করেন।
পুলিশ জানিয়েছে, আটককৃত নাজমুল আলম (২২) নিজেকে ঝালকাঠি সরকারি কলেজের বিবিএর ছাত্র বলে পুলিশের কাছে পরিচয় দিয়েছে। তার বাড়ি বরিশাল জেলার ঝালকাঠি এলাকায়। অপরদিকে, ছাত্রদলের ঢাকা মহানগর ভাইস প্রেসিডেন্ট হাবিবুর রশিদ হাবিব জানান, মতিঝিল হোয়াইট হাউস কমিউনিটি সেন্টারের পাশে তার বাসার সামনে জুমার নামাজের আগে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল আটক হওয়া নাজমুল। এতে হাবিবের সন্দেহ হলে কয়েকজনকে সে বিষয়টি জানান। তারা পরে নাজমুলকে ডাক দিলে সে দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় হাবিবসহ লোকজন তার পেছনে ধাওয়া করে। রাজারবাগ পুলিশ লাইনের দক্ষিণ পাশে পেঁৗছালে কনস্টেবল লুৎফর রহমান তাকে বাধা দেয়। এ সময় সে তাকে গুলি করে। হাবিবুর রশিদ হাবিব বলেন, নাজমুল তার করা মামলার আসামি জাকারিয়া, কিবরিয়া ও শাহরিয়ারের মামাতো ভাই। নাজমুল পুলিশকে বলেছে, সে আমাকে (হাবিবকে) মারতে এসেছিল। হাবিব আরো জানান, গত বছর ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসী তাকে হত্যার জন্য গুলি করেছিল। এবারো ছাত্রলীগের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হত্যার জন্য ভাড়াটে সন্ত্রাসী পাঠিয়েছে। পল্টন থানার অফিসার ইনচার্জ শহীদুল হক জানান, সন্ত্রাসী নাজমুলের কাছ থেকে ৮ রাউন্ড গুলি লোড করা একটি বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে। লোড করা ৮ রাউন্ড গুলির মধ্যে এক রাউন্ড সে খরচ করেছে। তার কাছে মোট ১৪ রাউন্ড গুলি ছিল।