ব্রাহ্মণবাড়িয়ায় দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষঃ নিহত ১,আহত ৩০
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে আরও ৩০ জন। আহত ব্যক্তিদের মধ্যে ১১ জনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় পাঠানো হয়েছে।
নিহত ব্যক্তির নাম ইয়াছিন মিয়া (২৫)। তিনি সাবেক ইউপি সদস্য তাহের মিয়ার সমর্থক বলে এলাকাবাসী জানিয়েছেন।
আজ রোববার সকালে উপজেলার ভৈরবনগর গ্রামে তাহের মেম্বার ও মদন মেম্বারের সমর্থকরা দেশি অস্ত্র-অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের ভৈরবনগর গ্রামে সাবেক দুই ইউপি সদস্য তাহের মিয়া ও মদন মিয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকাল ৭টার দিকে পূর্ববিরোধের জের ধরে উভয় পক্ষের সশস্ত্র লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। খবর পেয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সংঘর্ষে জড়িত পাঁচ জনকে আটক করেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।