দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার অনিশ্চিত!
প্রধান প্রতিবেদক,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে কি না সে ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। ৫ মার্চ (সোমবার) সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, সমপ্রতি ইভিএমের সার্বিক বিষয়ে অগ্রগতি নতুন নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করেছে বুয়েটের আইআইসিটি বিভাগ। তবে ২০১৪ সালের দশম সংসদে এই প্রযুক্তিটি ব্যবহার হবে কি না তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। তবে যাতে করে নির্বাচনের আগ মুহূর্তে ঝামেলায় পড়তে না হয়, তার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হচ্ছে। জাতীয় নির্বাচনের মতো বড় পসিররে ইভিএম ব্যবহারের আগে ব্যাপক জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমের সহায়তা দরকার বলে মত দেন তিনি। রকিবউদ্দিন বলেন, বিদ্যমান আইনের মধ্যে বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের (উত্তর-দক্ষিণ) নির্বাচন সম্পন্ন করা হবে। তবে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মেয়াদ শেষের দুই-একদিন আগে। এমনকি যথাসময়ে ডিসিসির নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। সিইসি আরো বলেন, প্রতি বছরের ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি এ সময়ের মধ্যে ভোটার হালনাগাদ তালিকা করা উচিত। এই কাজটি যথাসময়ে না করলে কিছুটা সমস্যা তৈরি হয়। তথ্য সংগ্রহ করতে গেলে বেশ চাপে থাকতে হয়। এবারো তা করতে গিয়ে লোকবল বেশি নিয়োগ ও কাজ তিন গুণ বেড়ে যাচ্ছে। ১০ মার্চ থেকে ভোটার তালিকা হালনাগাদ করার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।