লিঙ্কনশায়ার সমুদ্র সৈকতে ৩৫ ফুট দৈর্ঘ্যের বিরল প্রজাতির তিমি!
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ পূর্ব ইংল্যান্ডের লিঙ্কনশায়ার সমুদ্র সৈকতে দৈত্যাকৃতির একটি তিমির মৃতদেহ পাওয়া গেছে। কয়েক দিন আগেই তিমিটির মৃত্যু হলেও গত রোববার স্কেগনেস পিয়ার এলাকার সৈকতে ভেসে ওঠে। ৩৫ ফুট দৈর্ঘ্যের বিরল প্রজাতির মৃত তিমিটি দেখতে হাজার কৗতূহলী মানুষ জড়ো হন। স্থানীয়রা জানান, এত বড় তিমি আগে কখনও এখানে দেখা যায়নি। তিমির পিঠের কাছে বড় বড় ক্ষত রয়েছে। মৃতদেহ দিয়ে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। পূর্ব লিন্ডসে জেলা পরিষদ তিমিটির মৃতদেহ বালু দিয়ে আবৃত করার কাজ করছে। জুলি হ্যামিল্টন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, এটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে যে, আমি বিরল প্রজাতির এই বড় তিমিটি দেখেছি। তিমি বিশেষজ্ঞরা জানান, কোনো জাহাজের সঙ্গে তিমিটির আঘাত লেগে থাকতে পারে। আঘাতজনিত কারণে কয়েক দিন আগেই এর মৃত্যু হয়েছে। রোববার সকালে ঢেউয়ের সঙ্গে এখানে ভেসে আসে তিমিটি। এর আগে ২০০৬ সালে স্কেগনেস পিয়ার সৈকতে বোতল-নাক আকৃতির এ ধরনের তিমির মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে।