রাজধানীর মিরপুরে সন্ত্রাসী মিন্টু নিহত
রিযাজ আহসান,এসবডি নি্উজ24 ডট কমঃ রাজধানীর শাহ আলী থানার কুমির শাহ মাজারের কাছে গতকাল মঙ্গলবার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মিন্টু (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। র্যাব জানিয়েছে, নিহত মিন্টু মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের ঘনিষ্ঠ সহযোগী।
র্যাব-৪-এর ক্যাপ্টেন তাহসিন সালেহীন জানান, গতকাল রাতে তাদের কাছে খবর আসে কুমির শাহ মাজারের কাছে একদল সন্ত্রাসী তত্পরতা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৪-এর টহল দল রাত সোয়া ১১টার দিকে ওই মাজার এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। জবাবে র্যাবও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের গোলাগুলিতে একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটতে বাধ্য হয়। পরে র্যাব অজ্ঞাত এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ ও স্থানীয় লোকজন ওই যুবককে শাহাদাতের ঘনিষ্ঠ সহযোগী বলে শনাক্ত করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। ক্যাপ্টেন তাহসিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার, দুই বোতল বিয়ার এবং দুই বোতল ফেনসিডিল উদ্ধার করে।
উল্লেখ্য, নিহত মিন্টুর বিরুদ্ধে মিরপুর থানায় হত্যাসহ আটটি মামলা রয়েছে।