রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদানের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছেঃ অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চলতি অর্থবছরের মধ্যেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী বলেছেন, এ বিষয়ে এ পর্যন্ত তিনটি প্রস্তাব রয়েছে। প্রস্তাব তিনটি মিলিয়ে একটি সিদ্ধান্ত নেয়া হবে। ৭ মার্চ দুপুরে সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক এবং চেয়ারম্যানদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর কর্মকর্তা-কর্মচারীদের স্বতন্ত্র বেতন স্কেল প্রদানের বিষয়টি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি বলেন, ইতিমধ্যে এ সংক্রান্ত তিনটি প্রস্তাব করা হয়েছে। প্রথমটি রাষ্ট্রায়াত্ত ব্যাংকগুলোর পক্ষ থেকে, দ্বিতীয়টি বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এবং তৃতীয়টি করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ে গঠিত কমিটির পক্ষ থেকে। তিনি আরও বলেন, তিনটি প্রস্তাব পর্যালোচনা করে বেতন কাঠামো চূড়ান্ত করা হবে।