শহীদ মিনারে শুরু হয়েছে অমর একুশে অনুষ্ঠানমালা
নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ২৪ ডট কমঃ
বুকের খুনে যুদ্ধজারি অমর একুশে ফেব্রুয়ারি’ সেস্নাগানে গতকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শুরু হয়েছে ১২ দিনব্যাপী অমর একুশে অনুষ্ঠানমালা। সম্মিলিত সাংস্কৃতিক জোট এ অনুষ্ঠানমালার অয়োজন করে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত কবিতা অবৃতি, একুশের গান, নাটক ও পথনাট্য মঞ্চায়িত হবে। বিকালে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে অনুষ্ঠানমালার উদ্বোধন করেন বাংলা একাডেমীর সভাপতি প্রফেসরস এমিরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণাপত্র পাঠ করেন ভাষা সংগ্রামী রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোটের সিনিয়র সহসভাপতি গোলাম কুদ্দুস, সহসভাপতি মান্নান ভূঁইয়া, ফকির আলমগীর, ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজকর্ম ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক কবি মুহাম্মদ সামাদ, জাতীয় পথনাট্য পরিষদের সভাপতি মান্নান হিরা, জোটের সদস্য সালাহ উদ্দিন বাদল প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোটের সাধারণ সম্পাদক হাসাস আরিফ। রামেন্দু মজুমদার ঘোষণাপত্রে বলেন, একুশের প্রেরণায় উদ্বুদ্ধ জনসমাজের পক্ষে আমরা শপথ উচ্চারণ করি, একুশের পথ বেয়ে জাতির মুক্তির সংগ্রাম আমরা আরো জোরদার করে তুলব। এই লক্ষ্যে গণতান্ত্রিক সরকারের অবিচল ভূমিকা আমাদের কাম্য।