৩২ তম বিশেষ বিসিএস-এর প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ মার্চ
সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংরাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অধীনে আগামীকাল ৯ মার্চ (শুক্রবার) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ৩২ তম বিশেষ বিসিএস-এর নৈর্ব্যক্তিক বা প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। ছয় বিভাগের ১৮টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত একযোগে পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের সকাল ৯টা ২০ মিনিটের মধ্যেই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। সকাল ১০টার পর কোনো পরীক্ষার্থীকে কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না বলে পিএসসি কর্মকর্তারা জানিয়েছেন। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত কোনো পরীক্ষার্থী বেরও হতে পারবে না।
পরীক্ষায় সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে পরীক্ষা কেন্দ্রে বই-পুস্তক, ব্যাগ, মোবাইল ফোন এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম আনা নিষিদ্ধ।
পরীক্ষার্থীদের আসন ব্যবস্থা, সময়সুচি ও নির্দেশাবলী কমিশনের (www.bpsc.gov.bd) ওয়েবসাইটে দেয়া আছে।
আবেদনপত্র, সংযুক্ত কাজগপত্র ও বিভিন্ন ডকুমেন্টে গুরুতর অসংলগ্নতা এবং অসম্পূর্ণতা পাওয়ায় ৩২ তম বিশেষ বিসিএসের এক হাজার ৪৭৩টি আবেদনপত্র বাতিল করেছে কমিশন। বাতিলকৃত প্রার্থীদের তালিকা পিএসসির ওয়েবসাইটে দেওয়া হয়েছে। আবেদন বাতিল করা প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে যেতে নিষেধ করেছে কমিশন।