ভারত তুলা রপ্তানী নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে

ভারত তুলা রপ্তানী নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে

জয়দেব সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ ভারত সম্প্রতি তুলা রফতানির ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা পর্যালোচনা করে দেখতে দেশটির প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং নির্দেশ দিয়েছেন। ভারতের তুলা উৎপাদনকারী রাজ্যগুলোর চাপের মুখে মনমোহন সিং এ নির্দেশ দিয়েছেন। রপ্তানী বেড়ে যাওয়ায় ভারতেও খুব দ্রুত তুলার দাম বেড়ে যেতে পারে -এমন দাবি তুলে গত সোমবার ভারত তুলা রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। সে সময় বলা হয়েছিল- ভারতীয় বস্ত্র কলগুলোতে সরবরাহ নিশ্চিত করার জন্যই তুলা রফতানি নিষিদ্ধ করা হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ভারত এবং দেশটির মোট তুলার শতকরা ৮০ ভাগই রপ্তানী করা হয় চীনে। চলতি বছর চীনে তুলার চাহিদা বেড়ে যাওয়ায় ভারতের ব্যবসায়ীদের মাঝে তুলা রপ্তানীর প্রত্যাশাও অনেক বেড়ে গেছে। এ অবস্থায় ভারত তুলা রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়। কিন্তু, ভারতের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার এরইমধ্যে প্রধানমন্ত্রী মনমোহনের কাছে লেখা চিঠিতে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছর ভারতে তুলা উৎপাদন বেড়েছে এবং রপ্তানী বন্ধ হওয়ায় অভ্যন্তরীণ বাজারে তুলার দাম কমে যাচ্ছে বলে কৃষকরা অভিযোগ করছেন।

ভারতের শীর্ষস্থানীয় তুলা উৎপাদনকারী গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিও প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কাছে লেখা চিঠিতে বলেছেন, তুলা রপ্তানী নিষিদ্ধ করলে যেসব রাজ্য ক্ষতিগ্রস্ত হবে তাদের সঙ্গে কোনো পরামর্শ না করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মনমোহন সিং আগামীকালের বৈঠকে তুলা রপ্তানীর ওপর নিষেধাজ্ঞার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

ভারত রপ্তানী নিষিদ্ধ করার পর আন্তর্জাতিক বাজারে তুলার দাম বেড়েছে।

নিজস্ব প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।