সারাদেশে গণগ্রেফতার।।২৪ ঘণ্টায় ২ হাজার ৮৪৯ জন গ্রেফতার

সারাদেশে গণগ্রেফতার।।২৪ ঘণ্টায় ২ হাজার ৮৪৯ জন গ্রেফতার

সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ আগামীকাল ১২ মার্চের বিনএনপির মহাসমাবেশকে সামনে রেখে রাজধানী ঢাকাসহ সারাদেশে গণগ্রেফতার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে প্রায় দেড় হাজার লোক গ্রেফতার হয়েছে। এর মধ্যে রাজধানীতেই গ্রেফতার হয়েছে অন্তত ৫০০ লোক। ঢাকার বাইরে চট্টগ্রামে গ্রেফতার হয়েছে ১৯০ জন। এছাড়া রাজশাহী, চুয়াডাঙ্গা, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, বরগুনা, সিরাজগঞ্জ, মাগুরা, ময়মনসিংহ, জামালপুর, সিলেট, পিরোজপুর, যশোর, রাজবাড়ী, পাবনা, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও গাজীপুরে অসংখ্য মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার সকাল ৬টা থেকে গত শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৪৯ জন গ্রেফতার হয়েছে। এ সময়ের মধ্যে ২ হাজারেরও বেশি লোককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত সারাদেশে প্রায় দেড় হাজার লোক গ্রেফতার হয়েছে। এর মধ্যে রাজধানীতে গ্রেফতার হয়েছে শতাধিক। তবে রাজধানীতে শতাধিক গ্রেফতারের কথা বললেও এর সংখ্যা ৫ শতাধিকের উপরে বলে অন্য একটি সূত্র জানিয়েছে।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।