স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি ও ডিএমপি কমিশনারকে বিবাদী করে হাইকোর্টে রিট
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ চার দলীয় জোটের ১২ মার্চের মহাসমাবেশে কর্র্মী সমর্থকের আসার পথে বাধা দেয়া ও তাদের প্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করে এবং জনগণের স্বাভাবিক চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট দাখিল করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল রিটটি দাখিল করেন।
বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের বেঞ্চে এরই মধ্যে রিটের ওপর শুনানি সম্পন্ন হয়েছে। দুপুর ২টায় এর ওপর আদেশ দেয়া হবে।
রিটকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাহবুব হোসেন খন্দকার। রিটের বিবাদী করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি ও ডিএমপি কমিশনারকে।