একুশে টিভিকে বিটিআরসির নোটিশ।। একুশে টিভি কর্তৃপক্ষের অস্বীকার!
সৌরভ চৌধুরী,এসবিডি নিউজ24 ডট কমঃ বেতার তরঙ্গ (স্পেকট্রাম) পুনঃ বরাদ্দের ক্ষেত্রে প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকায় বেসরকারি টেলিভিশন একুশে টিভিকে নোটিশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিষয়টি নিশ্চিত করে বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ ১১ মার্চ (রোববার) বলেন, ‘কোনো ধরনের অনুমোদন ছাড়া রেডিও ইকুইপমেন্ট এবং বরাদ্দকৃত স্পেকট্রাম স্থগিত অবস্থায় সম্প্রচারে যাওয়ার কারণ জানতে চেয়ে তাদের একটি নোটিশ দেওয়া হয়েছে।’ সদ্য সংশোধিত টেলিযোগাযোগ আইন অনুযায়ী অবৈধভাবে সম্প্রচারের দায়ে ৩০০ কোটি টাকা জরিমানা এবং ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তরঙ্গ বরাদ্দ বিষয়ে একুশে টিভির লাইসেন্স বাতিল করা হতে পারে কি না—প্রশ্নের জবাবে বিটিআরসির চেয়ারম্যান বলেন, ‘নোটিশের জবাব পেয়ে কমিশন পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
উল্লেখ্য, ২০০০ সালের ১৪ এপ্রিল উন্মুক্ত টেরিস্টোরিয়ালের মাধ্যমে টেলিভিশন কেন্দ্র হিসেবে প্রথম সম্প্রচার শুরু করে একুশে টিভি। পরে ২০০২ সালের ২৯ আগস্ট চারদলীয় জোট সরকারের শাসনামলে একুশে টিভি বন্ধ করে দেয়া হয়। পরে ২০০৫ সালের ১৪ এপ্রিল এটি পুনরায় সম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে কার্যক্রম শুরু করে। এ বিষয়ে জানতে চাইলে একুশে টিভি কর্তৃপক্ষ জানায়, তারা এখনো বিটিআরসি থেকে চিঠি বা নোটিশ পায়নি।