ঢাকার বিভিন্ন রাস্তায় বিজিপি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের পাশাপাশি নামানো হয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদেরও। ১১ মার্চ (রোববার) রাতে ঢাকার বিভিন্ন রাস্তায় পিকাপ ভ্যানের ওপর অস্ত্র বসিয়ে বিডিআর সদস্যদের টহল দিতে দেখা যায়।
গত ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের পর এই প্রথম আইন-শৃঙ্খলা রক্ষায় এই আধাসামরিক বাহিনীর সদস্যদের মাঠে নামানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তায় বিজিবি সদস্যরা মেতোয়েন থাকবেন। বিশেষ করে সচিবালয়, কূটনীতিক পল্লী, বিমানবন্দর এসব এলাকায় বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।