বাংলাদেশের মুক্তিযুদ্ধঃ বিশ্ববরেণ্যদের সম্মাননা ২৭ মার্চ
রুপম হালদার,এসবিডি নিউজ24 ডট কমঃ মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য বিশ্বের বিভিন্ন দেশের বরেণ্য রাষ্ট্রনায়ক, রাজনীতিবিদ, দার্শনিক, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও বিশিষ্ট নাগরিকদের ২৭ মার্চ সম্মাননা দেবে সরকার। ১২ মার্চ (সোমবার) জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম এ তথ্য জানান। সাধনা হালদারের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সম্মাননা দেয়ার জন্য তালিকা প্রণয়ন কমিটি ১২৯ জন ব্যক্তি/প্রতিষ্ঠানের তালিকা চূড়ান্ত করেছে। গত ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী এ তালিকা অনুমোদন করেন।
ভারতীয় শিল্পী, লেখক, সাহিত্যিক, সেনা কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিদের তালিকায় যাঁরা আছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফিল্ড মার্শাল এস এ এম মানেকশ, লে. জেনারেল জগজিত্ সিং অরোরা, লে. জেনারেল জ্যাকব, জেনারেল উবান, ড. করণ সিং, জ্যোতি বসু, উস্তাদ আলী আকবর খান, রবি শঙ্কর, মাদার তেরেসা, লতা মঙ্গেশকর, অধ্যাপক দিলীপ চক্রবর্তী, ওয়াহিদা রেহমান, সুনীল দত্ত, নার্গিস দত্ত, জে পি নারায়ণ, গৌরীপ্রসন্ন মজুমদার, অন্নদাশঙ্কর রায়, জগজীবন রাম, কাইফি আজমী, ভূপেন হাজারিকা, অরুন্ধতী ঘোষ, মানিক সরকার, মহারানি বিভাকুমারী দেবী, সিদ্ধার্থ শঙ্কর রায়, দেব দুলাল বন্দ্যোপাধ্যায়, পি এন হাকসার।
বিশ্বের অন্যান্য দেশের উল্লেখযোগ্য ব্যক্তিদের তালিকায় আছেন লিওনিদ ব্রেজনেভ (রাশিয়া), আলেক্সি নিকোলেভিচ কোসিগিন (রাশিয়া), আদ্রেঁ গ্রেমিকো (রাশিয়া), এডওয়ার্ড মুর কেনেডি (আমেরিকা), অ্যানা ব্রাউন টেইলর (আমেরিকা), আর্চার কে ব্লাড (আমেরিকা), লিয়ার লেভিন (আমেরিকা), এলেন গিন্সবার্গ (আমেরিকা), সায়মন ড্রিং (ব্রিটিশ), মার্ক টালি (ব্রিটিশ), মার্শাল জোসেফ ব্রজ টিটো (যুগোস্লাভিয়া), তাকাশি হায়াকাওয়া (জাপান), বিপি কৈরালা (নেপাল), ফিদেল কাস্ত্রো (কিউবা), এরিক হোনেকার (জার্মানি), ভিক্টোরিয়া ওকাম্পো (আর্জেন্টিনা), জে কেনেথ গনব্রেথ (আমেরিকা), জর্জ হ্যারিসন (ব্রিটিশ), বিমান মল্লিক (ব্রিটিশ)।
প্রতিষ্ঠানের মধ্যে বিবিসি, ইউএনএইচসিআর, আকাশবাণী, অক্সফাম ও ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব সাউথ ভিয়েতনামসহ আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
প্রতিমন্ত্রী তাজুল ইসলাম জানান, এই প্রক্রিয়ার অংশ হিসেবে গত বছরের ২৫ জুলাই ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা দেয়া হয়। তাঁর পক্ষে ভারতীয় কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী সম্মাননা গ্রহণ করেন। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপনের আগে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে বিকেল সোয়া পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হয়।