জবরুল আলম সুমন এর কবিতা

জবরুল আলম সুমন এর কবিতা

স্বীকারোক্তি

>জবরুল আলম সুমন

সূর্য্যের আলো যায় মিলিয়ে
পাইনা তোমার দেখা,
চাঁদের আলোয় তারা গুনি
তাও একা একা;
তবুও বলি প্রেম আছে মোর
আছে প্রেমের ভাষা,
সত্যি বলছি তুমিই সে প্রেম
তুমিই ভালোবাসা।

বলছি কথা হাজার রকম
যখন কথা বলি,
হয়না তবু মনের প্রকাশ
খেই হারিয়ে ফেলি;
তবুও ভাবি শুনছো তুমি
আমার স্বপ্ন আশা,
সত্যি বলছি তুমিই স্বপ্ন
তুমিই ভালোবাসা।

দূরের পাখি আজো তুমি
ভোরের আঙ্গিনায়,
ঘুমের ঘোরে ভোরের হাওয়া
আমায় ছেড়ে যায়;
তবুও ভাবি মোর আকাশে
বাঁধবে তুমি বাসা,
সত্যি বলছি তুমিই সবই
তুমিই ভালোবাসা।

প্রধান সম্পাদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।