সিরিয়ায় সরকারবিরোধী আন্দোলনে নিহত প্রায় আট হাজারঃ জাতিসংঘ
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ সিরিয়ায় গত বছরের মার্চ থেকে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর অভিযানে আট হাজারেরও বেশি বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। জাতিসংঘের এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন এ খবর জানিয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নাসির আবদুল আজিজ আল নাসের বলেছেন, এই প্রাণহানির মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। এর আগে গত মাসের শেষের দিকে জাতিসংঘের রাজনৈতিক বিষয়-সংক্রান্ত আন্ডার সেক্রেটারি জেনারেল লিন প্যাচকো জানান, সিরিয়ায় সাড়ে সাত হাজারেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। তাঁর এ বক্তব্যের মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সিরিয়ায় প্রাণহানির সংখ্যা আট হাজার পেরিয়ে গেছে। সিরিয়া-বিষয়ক জাতিসংঘ ও আরব লিগের দূত কফি আনান দেশটিতে সম্ভাব্য যুদ্ধবিরতির ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি জানিয়েছেন, সিরিয়ার যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম ও রাজনৈতিক আলোচনা সর্বাধিক গুরুত্ব পাবে। এদিকে কফি আনান সিরিয়ার বিরোধীদের সঙ্গে তুরস্কে সাক্ষাত্ করবেন বলে জানা গেছে।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল সোমবার বিশ্ববাসীকে সিরিয়া প্রশ্নে এক সুরে কথা বলার অনুরোধ জানিয়েছেন। এদিকে গতকালও সিরিয়ায় ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে।