বগুড়া আদমদিঘীর রত্নগর্ভা জয়নব বেগম এর ইমেত্মকাল

বগুড়া আদমদিঘীর রত্নগর্ভা জয়নব বেগম এর ইমেত্মকাল

চপল সাহা, বিশেষ প্রতিনিধি, এসবিডি নিউজ২৪ ডট কমঃ বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা দৈনিক প্রথম আলো’র আদমদীঘি উপজেলা প্রতিনিধি ও সামত্মাহার প্রেস ক্লাবের সভাপতি খায়রম্নল ইসলামের মা জয়নব খাতুন বার্ধক্যজনিত রোগে আক্রামত্ম হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় ইমেত্মকাল করেছেন। (ইন্নালিলস্নাহি………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনি, আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দমদমা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারীক কবরস্থানে দাফন করা হয়েছে।

মরহুমা জয়নব খাতুন ছিলেন রত্নগর্ভা। তাঁর বড় ছেলে নাজমুল ইসলাম বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার উর্ধতন কর্মকর্তা(অবঃ), মেঝ ছেলে নুরম্নল ইসলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তা(অবঃ), সেজ ছেলে বেনজুরম্নল ইসলাম বাংলাদেশ রেলওয়ের বগুড়া স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার, চতৃর্থ ছেলে খায়রম্নল ইসলাম সাংবাদিক ও শিক্ষক, পঞ্চম ছেলে রবিউল ইসলাম রবিন সামত্মাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক ও কলাম লেখক, ষ্ষ্ট ছেলে জাহেদুল ইসলাম ব্যবসায়ী ও শিক্ষক এবং সপ্তম ছেলে সাজেদুল ইসলাম ব্যবসায়ী এবং আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক। ৬ মেয়ে এবং জামাইয়েরা শিক্ষকতা ও স্বাস্থ্য বিভাগে কর্মরত। রত্নগভা জয়নব খাতুনের মৃত্যুতে সামত্মাহার ও আদমদীঘি প্রেসক্লাব এর সকল সদস্য শোকসমত্মপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।