বগুড়া আদমদিঘীর রত্নগর্ভা জয়নব বেগম এর ইমেত্মকাল
চপল সাহা, বিশেষ প্রতিনিধি, এসবিডি নিউজ২৪ ডট কমঃ বগুড়ার আদমদীঘি উপজেলার দমদমা গ্রামের বাসিন্দা দৈনিক প্রথম আলো’র আদমদীঘি উপজেলা প্রতিনিধি ও সামত্মাহার প্রেস ক্লাবের সভাপতি খায়রম্নল ইসলামের মা জয়নব খাতুন বার্ধক্যজনিত রোগে আক্রামত্ম হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৬ টায় ইমেত্মকাল করেছেন। (ইন্নালিলস্নাহি………রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। মৃত্যুকালে তিনি ৭ ছেলে, ৬ মেয়ে, নাতি-নাতনি, আত্নীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার দমদমা ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারীক কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমা জয়নব খাতুন ছিলেন রত্নগর্ভা। তাঁর বড় ছেলে নাজমুল ইসলাম বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার উর্ধতন কর্মকর্তা(অবঃ), মেঝ ছেলে নুরম্নল ইসলাম বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উর্ধতন কর্মকর্তা(অবঃ), সেজ ছেলে বেনজুরম্নল ইসলাম বাংলাদেশ রেলওয়ের বগুড়া স্টেশনে কর্মরত স্টেশন মাস্টার, চতৃর্থ ছেলে খায়রম্নল ইসলাম সাংবাদিক ও শিক্ষক, পঞ্চম ছেলে রবিউল ইসলাম রবিন সামত্মাহার শহীদ আহসানুল হক ডিগ্রী কলেজের সহযোগী অধ্যাপক ও কলাম লেখক, ষ্ষ্ট ছেলে জাহেদুল ইসলাম ব্যবসায়ী ও শিক্ষক এবং সপ্তম ছেলে সাজেদুল ইসলাম ব্যবসায়ী এবং আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক। ৬ মেয়ে এবং জামাইয়েরা শিক্ষকতা ও স্বাস্থ্য বিভাগে কর্মরত। রত্নগভা জয়নব খাতুনের মৃত্যুতে সামত্মাহার ও আদমদীঘি প্রেসক্লাব এর সকল সদস্য শোকসমত্মপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।