১১ শর্ত সাপেক্ষে জনসভা করার অনুমতি পেল ১৪ দল
মোক্তার হোসেন,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৪ মার্চ (বুধবার) রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের জনসভা অনুষ্ঠিত হবে। ১১টি শর্তে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলকেও জনসভা করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যুদ্ধাপরাধীদের বিচারে বাধা দেয়া ও সরকারের বিরুদ্ধে বিএনপি-জামাত জোটের ষড়যন্ত্রের প্রতিবাদে বুধবার বঙ্গবন্ধু এভিনিউতে জনসভা করবে ১৪ দল। বুধবার বিকেল ৩টায় শুরু হওয়া জনসভায় প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনসভা সফল করতে মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু এভিনিউতে বর্ধিত সভা করে মহানগর আওয়ামী লীগ। সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ হানিফ জানান, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই বিএনপি ২৯ মার্চ হরতাল ডেকেছে। আর আওয়ামী লীগ সরকারের কাছে আলটিমেটাম দিয়ে অযৌক্তিক দাবি আদায় করা যাবে না বলেও জানান তিনি। হানিফ আরো বলেন, ‘আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কালকে আমরা দেখাতে চাই। ইতিপূর্বে আপনারা দেখেছেন মাত্র একদিনের নোটিশেই ১১ মার্চ যেভাবে একটা ঐতিহাসিক মানববন্ধন করে আপনারা সাংগঠনিক শক্তি প্রমাণ করেছেন। আমি আশা করি, আগামীকালও সেই ঐতিহাসিক সমাবেশ ঘটিয়ে আপনারা প্রমাণ করবেন যে বাংলাদেশে আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কী?’
এই সভায় ১৪ দলের পক্ষ থেকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক সকল গণতান্ত্রিক প্রগতিশীল, অসাম্প্রদায়িক শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষ তথা ছাত্র, শিক্ষক, তরুণ, যুবক, কৃষক, শ্রমিক, লেখক, কবি, সাংবাদিক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, কৃষিবিদ, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, সংস্কৃতিসেবী, নারী সমাজসহ সর্বস্তরের জনগণকে ব্যাপকভাবে যোগদানের জন্য ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী এমপি বিনীত অনুরোধ জানিয়েছেন।