তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাবি রণক্ষেত্র!
মাহবুব আলম,এসবিডি নিউজ24 ডট কমঃ ১৩ মার্চ (মঙ্গলবার) রাতে নীলক্ষেতে একটি হোটেল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে সংঘর্ষের সূত্রপাত ঘটে। ৯.৩০ থেকে রাত ১টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। জানা যায় হোটেলে খাবার খেয়ে বিল না দিয়ে চলে যাত্তয়ার সময় ঢাবি ছাত্ররা ঢাকা কলেজের ছাত্রদের বিল দিয়ে যেতে অনুরোধ করে। কিন্তু তারা বিল না দিয়ে বিতর্কে জড়িয়ে পড়ে এবং ঢাবির ছাত্রদের মারধর করে। ঘটনার এক পর্যায়ে স্যার এফ. রহমান হলের সামনে গিয়ে মারধর করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের। এ ঘটনা ক্যাম্পাসে জানার পর সব হলের ছাত্ররা এগিয়ে এসে নীলক্ষেত মোড় পর্যন্ত ধাত্তয়া দিয়ে তাড়িয়ে দেয় ঢাকা কলেজের ছাত্রদের। এমন সময় তারা ২০/৩০ রাউন্ড গুলি ছুড়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি। ককটেল এর শব্দে প্রকম্পিত হয়ে উঠে এলাকা। পুলিশ এ সময় নীরব ভূমিকা পালন করে। ইট-রটের আঘাতে প্রায় ৩০ জন আহত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তাদেরকে বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রক্টরসহ ছাত্রলীগের কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালায়। পরে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে। এতে সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। বিক্ষুদ্ধ ছাত্ররা একটি প্রাইভেট কারের কাচ ভাঙচুর করে। রাত ১.৩০ দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হলের দিকে ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।