১৪ দলের সমাবেশঃ সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেছেন নেতা-কর্মীরা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ যুদ্ধাপরাধীদের বিচারে বাধাদান, দুর্নীতিবাজদের রক্ষা ও জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকারের অভিযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ মার্চ (বুধবার) আওয়ামী লিগ নেতৃত্বাধীন ১৪ দলের জনসভা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে (বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেইট ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পশ্চিম গেট সংলগ্ন বঙ্গবন্ধু স্কয়ার) এ জনসভা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে জনসভার সবধরনের প্রস্তুতি শেষ হয়েছে। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জনসমাবেশের জন্য মূল মঞ্চ করা হয়েছে। জনসভায় যোগ দিতে বিভিন্ন স্থান থেকে ১৪ দলের নেতাকর্মীরা সমাবেশস্থলে সমবেত হতে শুরু করেছেন। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় ১৪ দল নেতৃবৃন্দ। সভায় সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী।
এই সভায় ১৪ দলের পক্ষ থেকে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী দেশপ্রেমিক সকল গণতান্ত্রিক প্রগতিশীল, অসাম্প্রদায়িক শুভবুদ্ধিবোধ সম্পন্ন মানুষ তথা ছাত্র-শিক্ষক-তরুণ-যুবক-কৃষক-শ্রমিক-লেখক-কবি, সাংবাদিক-সাহিত্যিক-বুদ্ধিজীবী-কৃষিবিদ-প্রকৌশলী-চিকিৎসক-আইনজীবী-সংস্কৃতিসেবী, নারীসমাজসহ সর্বস্তরের জনগণকে ব্যাপকভাবে যোগদানের জন্য ১৪ দলের পক্ষ থেকে সৈয়দা সাজেদা চৌধুরী অনুরোধ জানিয়েছেন।