মেঘনা ট্র্যাজেডিঃ লাশের সংখ্যা বাড়ছে সমান্তরালে
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি টেনে তুলে তীরের কাছে নিয়ে এসেছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। বুধবার সকালে আরো ৩০টি লাশ উদ্ধারের পর এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ জনে।
উল্লেখ্য, প্রায় ৩০০ যাত্রী নিয়ে শরীয়তপুরের সুরেশ্বর ঘাট থেকে লঞ্চটি সোমবার রাত সাড়ে ৯টায় ঢাকার উদ্দেশে যাত্রা করে। রাত ২টায় মুন্সীগঞ্জের সদর থানার মেঘনা নদীর নয়ানগর এলাকায় অজ্ঞাতপরিচয় একটি জাহাজ যাত্রীবাহী ওই লঞ্চটিকে একপাশে ধাক্কা দিলে লঞ্চটি প্রথমে কাত হয়ে পরে ধীরে ধীরে ডুবে যায়। ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে ৩০-৩৫ জন লঞ্চ থেকে বের হতে পারেন। বাকিরা লঞ্চের সঙ্গে ডুবে যান। যারা বের হতে পেরেছেন সেই সৌভাগ্যবান যাত্রীদের চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ মিতালী তুলে নেয়ায় তারা প্রাণে রক্ষা পান। লঞ্চে যাত্রীদের সঙ্গে প্রায় ৩-৪শ’ বস্তা মরিচ ছিল। সোমবার রাত ২টায় লঞ্চডুবির ঘটনা ঘটলেও গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় বিআইডবিল্গউটিএর ডুবুরিরা প্রথমে ঘটনাস্থলে পৌঁছান। এর আধা ঘণ্টা পর সকাল ৯টায় ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী জাহাজ রুস্তম। পরে তাদের সঙ্গে যোগ দেয় নৌবাহিনী, কোস্টগার্ড এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিকেল ৪টা পর্যন্ত ডুবে যাওয়া লঞ্চটি থেকে ৩২ জনের লাশ উদ্ধার করা হয়।