খালেদ হোসাইন এর কবিতা
>খালেদ হোসাইনঃ
উঁচু পাহাড়ের মতো তুমি শুধু দূরে সরে যাও
আমার প্রশসত্ম বুকে জমা হয় আকাশের মেঘ
দেখ এ অদৃশ্য বাহু ঘিরে রাখে সত্তাকে তোমার
নক্ষত্রের লোনা জলে ভরে ওঠে চোখের কোটর।
প্রতিটি দিনের সঙ্গে পালস্না দিয়ে বেড়ে ওঠে প্রেম
প্রতিটি বিরহ-খ– মর্মের গভীরে ঢুকে যাও
মূলত হৃদয় ছুঁয়ে আত্মাকে আচ্ছন্ন কর তুমি
প্রণয়ের আকাক্ষায় কেঁপে ওঠে শরীরের ত্বক।
আমার আবছা দৃষ্টি খুঁজে ফেরে তোমাকেই শুধু
জীবনের প্রয়োজনে চাষ করি কিছু আশাবাদ
স্মিতমুখ প্রামত্মরের স্বরলিপি বুকে গেঁথে রাখি
বিস্মৃত সান্নিধ্য তাই বয়ে আনে শাশ্বত আবেগ।
জানি, ঊর্ধ্বমুখী হাত কোনো এক প্রসন্ন সময়ে
মেঘের সমুদ্র থেকে নিয়ে আসে রূপচাঁদা মাছ।