তিন ইসিসহ শপথ নিলেন সিইসি কাজী রকিব
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ
নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ ও তিনজন নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন।
আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বিকেল সাড়ে চারটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত তাঁরা পর্যায়ক্রমে শপথ নেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন কমিশনারদের শপথবাক্য পাঠ করান।
দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ পরে শপথ নেবেন। সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমদকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া চার নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু হাফিজ, সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল মোবারক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাভেদ আলী এবং সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহনেওয়াজ। তাঁদের মধ্যে শাহনেওয়াজ ছাড়া বাকি সবাই আজ শপথ নিলেন। অনুসন্ধান কমিটির প্রস্তাবের আলোকে গতকাল দুপুরে রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান এই নিয়োগ দেন। পরে সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সাংবিধানিক পদ হিসেবে সিইসিসহ কমিশনারদের মেয়াদ হবে পাঁচ বছর।