সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতাঃ বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৭ মার্চ (মঙ্গলবার) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে দিনের লেনদেন চলছে। দুই ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে সূচক ও লেনদেনের পরিমাণও। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা একটার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত রোববারের চেয়ে ৮০ পয়েন্ট বেড়ে ৪,৯৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম আধা ঘণ্টায় সূচক বাড়ে ৫৩ পয়েন্ট। এই প্রতিদেন লেখা পর্যন্ত সূচক বৃদ্ধির হার অব্যাহত ছিল।
দুপুর একটার দিকে ডিএসইতে মোট ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৫৬টির, কমেছে ৭৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এই সময় পর্যন্ত ডিএসইতে মোট ৪০৫ কোটি টাকার লেনদেন হয়েছে। দুই ঘণ্টা শেষে লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, তিতাস গ্যাস, গ্রামীণফোন, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি., ইউনাইটেড এয়ারওয়েজ, যমুনা অয়েল, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক লি., সামিট পাওয়ার এবং প্রাইম ব্যাংক।