মন্ত্রিসভায় পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর খসড়া অনুমোদন
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মন্ত্রিসভায় ২৯ মার্চ (বৃহস্পতিবার) বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর খসড়া অনুমোদন হয়েছে। এই আইনে দুর্ঘটনায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতি হলে বিদেশি অপারেটরদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের বিধান রাখা হয়েছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বৈঠক অনুষ্ঠিত হওয়ার পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের এসব কথা জানান।
গত বছরের ২ নভেম্বর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য রাশিয়ার সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রটি দুই হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন হবে। মন্ত্রিসভার বৈঠকে এপ্রিল মাসের ৩ তারিখ জাতীয় চলচ্চিত্র দিবসের বিষয়টি ‘গ’ শ্রেণী থেকে ‘খ’ শ্রেণীতে উন্নীত করার প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বৈঠকে রাষ্ট্রায়ত্ত শিল্পকারখানায় শ্রমিকদের মজুরি কাঠামো পুনর্নির্ধারণ ও মজুরি স্কেল বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।