বেত্তয়ারিশ কুকুরের দখলে ঢাবি ক্যাম্পাস!

বেত্তয়ারিশ কুকুরের দখলে ঢাবি ক্যাম্পাস!

মাহবুব আলম,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন যত্রতত্র কুকুরের উৎপাত। কলাভবনের সামনে থেকে শুরু করে মল চত্ত্বর, কার্জন হল সর্বত্রই কুকুরের ফ্রি স্টাইলে চলাফেরা। বিগত কয়েক মাসে বেশ কয়েক জন কুকুরের কামড় খেয়ে চিকিৎসা নিতে বাধ্য হয়েছেন। বিগত ঈদের সময় দোয়েল চত্ত্বরে কয়েকজন কুকুরের কামড়ের শিকার হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিভারসিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন,আই.ই.আর এবং মল চত্ত্বরে কুকুরের আনাগোণা বেশি। স্কুলের কোমল মতি শিশুদের হাত থেকে টিফিন কেড়ে নিয়ে খাত্তয়ার  মত ঘটনা ঘটার নজির রয়েছে। এদিকে সার্জেন্ট জহুরুল হক হল এবং পাশ্ববর্তী আবাসিক এলাকায় সমান সংখ্যক কুকুর রয়েছে। কিন্তু এদের নিয়মিত কোন প্রকারের প্রতিশোধক দেত্তয়ার কথা জানা যায়নি। দিনে দিনে এরা বংশবিস্তার করে ক্যাম্পাসে তাদের প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলেছে। এদের নিয়ন্ত্রণের জন্য কোন প্রকারের ব্যবস্থা গ্রহণের চিত্র দেখা যায়নি। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো: আমজাদ আলী বলেন ” কুকুর নিধন কিংবা প্রতিষোধক টিকা দেত্তয়ার দায়িত্ব ডিসিসি কর্তৃপক্ষের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ ধরণের কোন ব্যবস্থা নেই। সাম্প্রতিক সময়ে এ ধরণের কোন অভিযান চালানো হয়েছে তা জানা নেই। কয়েকজন কুকুরের কামড়ে আহত হত্তয়ার কথা স্বীকার করেন।” কাগজে কলমে কুকুর নিধনের তালিকা থাকলেত্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এদের সংখ্যা দেখে মনে হয় এগুলোর জন্য যে কর্তৃপক্ষ রয়েছে তারা মোটেই কর্মতৎপর নয়। ক্যাম্পাসে সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে হলে অবশ্যই নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

editor

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।