আমরা তিন বছরের ৬৮ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছিঃ চট্টগ্রামে প্রধানমন্ত্রী
জালালউদ্দিন সাগর, চট্টগ্রাম থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ ‘আওয়ামী লীগের সরকার যখনই ক্ষমতায় আসে তখনই চট্টগ্রামের জন্য কিছূ না কিছু করে। এর আগেও আমরা করেছি, এবারও করছি। চট্টগ্রামকে বানিজ্যি রাজধানী হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে উল্যেখ করে তিনি বলেন,‘ আমি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছি।’ ২৮ মার্চ (বুধবার) চট্টগ্রামের পলোগ্রউন্ড মাঠে ১৪ দলের এক বিশাল সমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে এ কথা বলেন।
চট্টগ্রামের উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,’ চট্টগ্রামে গভীর সমূদ্র বন্দর হবে, কর্নফুলী নদীতে ট্যানেল করার চিন্তা ভাবনা আছে সরকারের, এখানে নতুন একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। ঢাকা চট্টগ্রাম রোডের যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, ঢাকা চট্টগ্রাম রাস্তা উন্নয়নে কাজ করছে সরকার । তিনি আরো বলেন, অওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই উন্নয়ন করে। আওযামী লীগ সরকারের মত চট্টগ্রামের উন্নয়নের জন্য আর কেউ গুরুত্ব দিয়ে ভাবেনা।
তিনি আরো দাবী করেন, ‘ বিএনপির আন্দোলন করছে যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য। তারা দেশের মানুষের কথা ভাবেন না।’ তিনি বিরোধী দলকে সতর্ক করে দিয়ে বলেন, যারা যুদ্ধাপরাধীদের বাঁচাতে চায়, তাদের ঠাঁই এ বাংলার মাটিতে হবেনা।’
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি বঙ্গবন্ধু’র খুনিদেরও বাঁচাতে চেয়েছিলো, কিন্তু পারেনি। বঙ্গবন্ধু’র খুনিদের বিচার হয়েছে। যুদ্ধাপরাধীদেরও হবে।
তিন বছরের সরকারের বিভিন্ন সাফল্যের কথা উল্যেখ করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন,’ আমরা তিন বছরের ৬৮ লক্ষ মানুষের কর্মসংস্থান করেছি। দেশের ৫০১ টি ইউনিয়নে তথ্ব্য সেবা চালু প্রসঙ্গে তিনি বলেন, ‘ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কাজ করছে।
বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন,’ দেশের মানুষ কিভাবে বাঁচবে তা তিনি ভাবেন না, তিনি শূধূ হুমকি দিতে ব্যাস্ত। আমাদের সরকার যা করেছে ক্ষমতায় গেলে তা তিনি বন্ধ করে দিবেন।’ খালেদা জিয়াকে তিনি প্রশ্ন করে বলেন, ‘মিয়ানমার থেকে পাওয়া সমুদ্র সীমাও কি আপনি তাদের ফিরিয়ে দিবেন?’
প্রধান বিরোধী দল বিএনপি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ভারতের সাথে মুচলেকা দিয়েছিলো, ক্ষমতায় গেলে তারা ভারতকে গ্যাস দিবে। জনগন তাদের প্রতিরোধ করেছে। বিএনপি সমর্থীত চার দলীয় জোটকে তিনি লোটেরার দল হিসেবে আক্ষায়ীত করে বলেন, ‘বিএনপি কখনোই দেশের জন্য ভাবেনা। তারা হত্যার রাজনীতি করে। লন্ঠনের রাজনীতি করে।’
গত সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১২ টিতে জয়ী করার জন্য তিনি চট্টগ্রাম বাসীকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য চট্টগ্রামেবাসীর প্রতি আহবান জানান। তিনি বলেন, ‘ আপনারা দোয়া করবেন যেন সেবা করতে পারি।’