শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অপ্রয়োজনীয় সব বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে আহ্বান জানিয়েছে বিদ্যুত্ বিভাগ
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ আর্থ আওয়ার কর্মসূচি পালন উপলক্ষে আগামী শনিবার রাত সাড়ে আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত অপ্রয়োজনীয় সব বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বিদ্যুত্ বিভাগ। ২৯ মার্চ (বৃহস্পতিবার) সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিদ্যুত্ বিভাগ এ আহ্বান জানায়। এ সময় বিদ্যুত্ বিভাগের সচিব আবুল কালাম আজাদ বলেন, ‘আর্থ-আওয়ারের সময় সব ধরনের অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি বন্ধ রাখতে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি।’
আর্থ-আওয়ার কর্মসূচি হচ্ছে একটি সচেতনতামূলক আন্তর্জাতিক কর্মসূচি। এ কর্মসূচির মাধ্যমে বিদ্যুত্ ব্যবহারের ক্ষেত্রে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং একই সঙ্গে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
উল্লেখ্য, আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ এই প্রথমবারের মতো এই কর্মসূচিতে অংশ নিচ্ছে।