বগুড়া অপহরণের অভিযোগে ৩ জন গ্রেফতার অপহৃত ২ জনকে উদ্ধার করেছে র্যাব ১২
চপল সাহা,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ায় রাতভর অভিযানের পর র্যাব-১২, এর একটি দল ৩ জন অপহরণকারী গ্রেফতারসহ অপহৃত ২ ব্যক্তিকে উদ্ধার করেছে। সরকারী আযিযুল হক কলেজের ছাত্র নজরুল ইসলাম এর চাচা মোঃ নাসির উদ্দিনকে নাটোরের সিংড়া থেকে ১ লাখ ৪০ হাজার টাকা মুক্তিপণের দাবিতে ২৯ মার্চ অপহরন করে। সংবাদটি র্যাব-১২, বগুড়া ক্যাম্পে জনাননোর পর অধিনায়ক সুমিত চৌধুরী তাদেরকে টাকা দেয়ার নামে একটি ফাঁদ পাতেন। এদিকে আসামীরা মোবাইলে করতোয়া কুয়িার সার্ভিস এ টাকা পাঠাতে বলে এবং একটি ফোন নম্বর দিয়ে দেয়। র্যাব -১২, বগুড়ার কোম্পানী কমান্ডার উক্ত কুরিয়ার সার্ভিসের সদর শাখা ও দুপচাঁচিয়া শাখার ম্যানেজারের সাথে আলোচনা করে দুপচাঁচিয়া শাখার ম্যানেজার মোঃ নজরুল ইসলামকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করলে তিনি ১,৪০,০০০/- টাকা তুলে নিতে আসা কাহালুর মোঃ আঃ মান্নান ওরফে সাগর অফিসে আটকে রাখেন। কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি সুমিত চৌধুরী তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় আসামী মোঃ হাবিবুর রহমান এবং আসামী মোছাঃ হেলেনা বেগম, ২ ব্যক্তিকে আটক করে মুক্তিপন দাবি করছে। তার দেয়া তথ্য অনুযায়ী কাহালু থানার পানাই গ্রামের মোঃ জুরুলকে তার বাড়ি থেকে অপহৃত মোঃ নাসির উদ্দিন ও লুৎফরন্নাহার বেওয়া উদ্ধার এবং আসামী হাবিবুর রহমানকে গ্রেফতার করে। আসামী সাগরের দেয়া তথ্য মোতাবেক আসামী মোছাঃ হেলেনাকে বগুড়া চার মাথা থেকে গ্রেফতার করা হয়।