সহপাঠির ভাত চুরি করে খাওয়ার অপরাধে প্রধান শিক্ষকের পদাঘাতের শিকার ছাত্র!

সহপাঠির ভাত চুরি করে খাওয়ার অপরাধে  প্রধান শিক্ষকের  পদাঘাতের শিকার ছাত্র!

বগুড়া প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ বগুড়ার ধুনটে তারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর ছাত্রকে পদাঘাতের অভিযোগ উঠেছে। তবে প্রধান শিক্ষক পদাঘাতের অভিযোগ অস্বীকার করে বলেন সহপাঠির ভাত চুরি করায় ওই ছাত্রকে শাসন করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিভাবকদের চাপের মুখে ঘটনার পর প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে ছুটির অজুহাতে গা ঢাকা দিয়েছেন। এ ঘটনার বিচার চেয়ে ওই ছাত্রের মা হালিমা খাতুন বৃহস্পতিবার সকালে উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট অভিযোগ করেছেন।

বিদ্যালয় সুত্রে জানা যায়, উপজেলার তারাকান্দি গ্রামের আশুতোষ কুমার ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নির্যাতিত স্কুলছাত্র আল আমিন একই গ্রামের দিনমজুর আব্দুল মোমিনের ছেলে। গত সোমবার বিদ্যালয়ে মধ্যহ্ন বিরতিকালে (টিফিন) আল আমিন সহপাঠি সেবিকার টিফিন বক্স খুলে ভাত খাচ্ছিল। এ বিষয় নিয়ে দুই শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। একই ঘটনায় অন্যান্য শিক্ষার্থীরা হৈচৈ শুরু করে। তখন প্রধান শিক্ষক বিষয়টি আমলে নেন। শিক্ষার্থীদের মুখে বর্ণনা শুনে তিনি ক্ষুদ্ধ হয়ে ওঠেন। এক পর্যায়ে ভাত চুরির অপরাধে আল আমিনকে ডেকে নিয়ে প্রধান শিক্ষক জুতাপরা পায়ের গোড়ালী দিয়ে ছাত্রের পায়ে জোরে আঘাত করে। এতে ওই ছাত্রের পায়ের গোড়ালি কেটে যায়।  তখন অন্যান্য শিক্ষক ও সহপাঠিরা আহত আল আমিনকে উদ্ধার করে তার মায়ের নিকট পৌছে দেয়। বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

স্কুলছাত্র আল আমিন জানায়, বিদ্যালয় টিফিনের সময় সহপাঠির ভাত খেয়েছিল। এজন্য স্যার (আশুতোষ কুমার) জুতাপরা পা দিয়ে তার পায়ের গোড়ালিত লাথি মেরে কেটে দিয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তোজাম্মেল হক জানান, নির্যাতিত স্কুলছাত্র আল আমিনের মায়ের মুখে বিষয়টি শুনেছি। কিন্ত ঘটনার পর থেকে প্রধান শিক্ষক ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছে। একারনে বিষয়টির কোন সুরাহা করা যাচ্ছে না। প্রধান শিক্ষক আশুতোষ কুমার পদাঘাতের অভিযোগ অস্বীকার করে বলেন, সহপাঠির ভাত চুরি করে খাওয়ায় তাকে শাসন করেছি। এছাড়া দাপ্তরিক কাজে ছুটি নিয়ে ঢাকায় অবস্থান করছি। উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, এঘটনায় স্কুলছাত্রের মায়ের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

editor

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।