চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষনাঃ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন
চট্রগ্রাম প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আগামী ১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছুটি ১৬ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১ মার্চ করা হয়েছে। এ সময় পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভায় আরও জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলবে আগামী ২ মার্চ। আর ৩ মার্চ থেকে ক্লাস শুরু হবে। বৈঠকের পরে সিন্ডিকেট সচিব ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শফিউল আলম এ কথা জানান।
সিন্ডিকেট সভায় আরও সিদ্ধান্ত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নুরুল আনোয়ার। কমিটিকে ১৪ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ ছাড়া সভায় ১০ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটির প্রধান হবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা খান তৌহিদ ওসমান। লিয়াজোঁ কমিটি সব পক্ষের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে কর্তৃপক্ষকে সুপারিশ করবে। সিন্ডিকেট সভায় সংঘর্ষে যাঁরা নিহত হয়েছেন তাঁদের প্রতি শোক জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।