কৃষি জমি নয় এমন একটি স্থান নির্বাচিত করুন যেখানে শিল্প পার্ক গড়ে তোলা যায়ঃ এ কে আজাদ
চপল সাহা, বগুড়া থেকে, এসবিডি নিউজ২৪ ডট কমঃ বগুড়া শহরের প্রথম বাইপাসে স্থাপন করা হলো চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ নতুন ভবনের ভিত্তি প্রসত্মর। আজ শুক্রবার বিকেলে এফবিসিসিআই এর সভাপতি এ কে আজাদ প্রধান অতিথি হিসেবে এই ভবনের ভিত্তি প্রসত্মর স্থাপন করেন। এ উপলক্ষে বগুড়ার শিল্পপতি, ব্যবসায়ী এবং মহিলা উদ্যোক্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুঠিত হয়। বগুড়া চেম্বারের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সভাপতি এ কে আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর সহ সভাপতি জসীম উদ্দিন ও মোসত্মফা আজাদ চৌধুরী এবং বগুড়া জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে এ কে আজাদ বলেন, বগুড়ার শিক্ষিত এবং অর্ধ শিক্ষিত মানুষের কর্ম সংস্থান সৃষ্টির লক্ষে এখানে খুব সহজেই একটি শিল্প পার্ক গড়ে তোলা সম্ভব। আপনারা কৃষি জমি নয় এমন একটি স্থান নির্বাচন করুন, যেখানে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে সেই পার্ক উদ্বোধন করার ব্যবস্থা করবো। নারী উদ্যোক্তাদের উদ্যেশ্যে তিনি বলেন, সরকারি নির্দেশে আপনারা বিনা জামানতে ব্যাংক থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাবেন। আপনারা প্রজেক্ট তৈরী করে ব্যাংকে জমা দেয়ার পর যদি ঋণ না পান তবে বগুড়া চেম্বারে জানান, তাতেও যদি কাজ না হয় তাহলে আমাদেরকে জানান, আমরা আপনাদের সব ধরনের সহযোগিতা করবো। এছাড়ও তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, সরকার মশলা উৎপাদনে বিনা সুদে ঋণ দিচ্ছে, আপনারা কৃষি ব্যাংকে গিয়ে যোগাযোগ করুন। স্বাবলম্বী হতে হলে আপনাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে। তিনি এসময় জানান, সারা দেশে চেম্বার ভবন নির্মানের জন্য সরকারের কাছ থেকে নেয়া ২০ কোটি টাকার মধ্যে বগুড়া চেম্বারের ভবন নির্মানের জন্য সর্বোচ্চ ৪৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। মতবিনিময় সভা শেষে তিনি রংপুরের উদ্দেশ্যে রওনা দেন।