জয় দিয়ে বিপিএল এর যাত্রা শুরু
এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ সহজ জয় দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) যাত্রা শুরু করল চিটাগং কিংস। আজ সন্ধ্যায় নিজেদের প্রথম ম্যাচে শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে দুরন্ত রাজশাহীকে হারিয়েছে ৫৩ রানে। টসে জিতে চিটাগং কিংসের অধিনায়ক মাহমুদুল্লাহ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। পাকিস্তানের নাসির জামসাদের ৩৮ বলে ৫৬, জে জে রয়ের ২৫ বলে ৪৩ এবং মাহমুদুল্লাহর ১৮ বলে অপরাজিত ৪৩ রানের ওপর ভর করে ২০ ওভারে ২০৬ রান তোলে চিটাগং কিংস। এজন্য তাদের হারাতে হয়েছে ৪ উইকেট। রাজশাহীর মোহাম্মদ সামী, আরভিন, স্যামুয়েলস এবং কায়সার আব্বাস একটি করে উইকেট নেন। ২০৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা যেভাবে হওয়ার কথা ছিল তা হয়নি দুরন্ত রাজশাহীর। ৬ রানেই ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় মুশফিকুর রহিমের রাজশাহী।
বাংলাদেশের শাব্বির আহমেদ ২৮ বলে ৪১ রানে অপরাজিত থাকলেও তা প্রয়োজনের তুলনায় ছিল অপ্রতুল। এছাড়া জুনায়েদ সিদ্দিক ২৩ বলে ৪২, পাকিস্তানের আব্দুর রাজ্জাক ৩২ বলে ২১ এবং মুশফিকুর রহিম ১৯ বলে ২২ রান করলেও ১৯ ওভার ৫ বলে সব উইকেট হারায় দুরন্ত রাজশাহী। চিটাগং কিংসের হয়ে বাংলাদেশের এনামুল হক জুনিয়র ও ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ৩টি করে এবং মুরালিধরন ২টি উইকেট নিয়েছেন। এর আগে প্রথম ম্যাচে সিলেট রয়্যালসকে হারিয়েছে বরিশাল বার্নার্স।