সিরিয়ায় বোমা বিস্ফোরণঃ নিহত ২৫, আহত ১৭৫

সিরিয়ায় বোমা বিস্ফোরণঃ নিহত ২৫, আহত ১৭৫

এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর অ্যালেপ্পোর সামরিক ও নিরাপত্তা বাহিনীর কয়েকটি দফতরের বাইরে গতকাল শুক্রবার দুটি বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৭৫ জন। রাষ্ট্রীয় টেলিভিশনে বলা হয়েছে, বিস্ফোরণে বেসামরিক নাগরিকসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরাও নিহত হয়েছে। এ ঘটনার জন্য ‘সশস্ত্র সন্ত্রাসী চক্রকে’ দায়ী করেছে সরকার। কিন্তু বিরোধী পক্ষের কর্মীরা এ সহিংসতার পেছনে সরকার জড়িত বলে অভিযোগ করেছে। এদিকে সপ্তাহব্যাপী প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত নিরাপত্তাবাহিনীর তান্ডবে সিরিয়ার হোমস নগরী যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। খাবার ও চিকিৎসা সেবার অভাবে মানবেতর জীবনযাপন করছে সেখানকার অধিকাংশ মানুষ। অ্যালেপ্পোতে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। সরকারবিরোধী আন্দোলন দমনে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী ক্রমেই আরো নির্মম দমনাভিযান চালাতে শুরু করার পর এ হামলা হল। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন চিত্রে অন্তত ৫টি মৃতদেহ এবং ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। অ্যালেপ্পোর সামরিক গোয়েন্দা দফতর এবং একটি পুলিশ স্টেশনের বাইরে এ হামলা হয়। গোয়েন্দা ভবন লক্ষ্য করে চালানো হামলায় কাছের একটি পার্কে বোমা বিস্ফোরণ ঘটে। এতে কয়েকজন শিশু নিহত হয় বলে জানিয়েছেন এক টিভি সাংবাদিক। টিভি চিত্রে হামলাস্থলে বুলডোজার দিয়ে ধ্বংসস্তূপ সরাতে দেখা গেছে। দেখা গেছে বোমায় উড়ে যাওয়া আশেপাশের আবাসিক কয়েকটি ভবনের জানালাও। দ্বিতীয় বিস্ফোরণস্থলেরও একই দৃশ্য দেখানো হয়েছে টিভিতে। দ্বিতীয় বোমাটি গাড়িবোমা বলে জানানো হয়েছে খবরে। এ বোমা বিস্ফোরণে রাস্তায় কয়েক মিটার জুড়ে গর্ত সৃষ্টি হয়েছে। উড়ে গেছে একটি লরি। উদ্ধারকর্মীদেরকে মানুষের ছিন্নবিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ কুড়িয়ে ব্যাগে ভরতে দেখা গেছে। গত বছরের মার্চ থেকে সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ সরকারের অবসানের দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমনে সরকারি বাহিনীও নির্মম অভিযান চালিয়ে আসছে। ট্যাংক আর গোলা হামলায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ৬ সহস্রাধিক বেসামরিক লোক নিহত হয়েছে। আন্তর্জাতিক মহলের চাপের মুখেও প্রেসিডেন্ট আসাদ দেশটির জনগণের প্রতি নির্মম আচরণ অব্যাহত রেখেছেন।

সূত্রঃ বিবিসি ও আল জাজিরা অনলাইন।

আন্তর্জাতিক ডেস্ক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।